ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং এভার গ্রিন পরিবহন। বাস দুটি চট্টগ্রামের পটিয়ার ভাইয়ের দীঘি এলাকায় পৌঁছালে ইম্পেরিয়াল এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয় এভার গ্রিন। এতে ইম্পেরিয়াল এক্সপ্রেস মহাসড়কের পাশে ফসলি জমিতে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে মহাসড়কের পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি পাশের জমিতে ছিটকে পড়লেও কেউ গুরুতর আহত হননি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি হেফাজতে নেয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম বলেন, এ দুর্ঘটনায় গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি।