১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে খালু-ভাগ্নের ব্যবসায়িক দ্বন্দ্ব— তিন দোকান কর্মচারীকে ছুিরকাঘাত করে পালাল মাসুম!

শেয়ার করুন

কয়েক বছর আগে সীতাকুণ্ড-বারোআউলিয়া রোডে মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামের একটি কুরিয়ার ব্যবসা শুরু করে জুয়েল এবং তার খালু রনি। কিন্তু, কিছুদিন যেতে না যেতেই দুই জন পার্টনারশিপ নিয়ে দ্বন্দ্বে জড়ান। এর মধ্যে জুয়েল কৌশলে খালুকে ব্যবসা প্রতিষ্ঠানকে বের করে দেন। যদিও পরবর্তীতে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। আজ দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় রনির ছেলে মাসুম দোকানের তিন কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনাটি আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকেল তিনটার দিকে কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকার মোহসেন আউলিয়া ট্রান্সপোর্ট নামক দোকানের সামনে ঘটে। তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ছুরিকাঘাতে আহতরা হলেন—আজাদ, সাগর এবং সাইফুল। তারা সবাই মোহসেন আউলিয়া ট্রান্সপোর্টের কর্মচারি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছুরিকাঘাতের শিকার আজাদের ভাই তাসকিন বলেন, জুয়েল এবং তার খালু মধ্যে ব্যবসায়ীক পার্টনারশিপ নিয়ে দ্বন্দ্ব হয়। পরে সেটা মীমাংসাও হয়েছিল। আমার ভাই আজাদ ওই প্রতিষ্ঠানে কাজ করতো জুয়েলের সাথে। আজ হঠাৎ প্রতিষ্ঠানের সামনেই রনির ছেলে মাসুম আমার ভাইসহ তিনজনকে অতর্কিত ছুরিকাঘাত করে। আমরা চিকিৎসা শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, যতটুকু জেনেছি, কুরিয়ার ব্যবসা সংক্রান্ত তাদের পূর্বশত্রুতা ছিল। এ ঘটনায় এখনো কেউ আটক নেই। তবে ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন