মহাকাশে বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (সোমবার, ৩ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময় ১২ মে) যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।
প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পণ্য উৎক্ষেপণ ছিল।
এদিন, ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (এনসিএস)।
আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্মাণাধীন এই স্টেডিয়ামের নকশা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার মতো করা হয়েছিল। বিসিবির নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ জানান, নৌকার আকৃতিতে স্টেডিয়াম নির্মাণ করা হবে না।

মাঠের নকশা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’ স্টেডিয়ামের নাম প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’