১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সোহাগ (১৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুর দুইটার সময় সল্টগোলা ক্রসিং এর গ্র‍্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁর বিপরীতের এমপিবি গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. সোহাগ ভোলা জেলার মো. নুর আলমেদ ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, বাচ্চাটি মূলত বোতল বা প্লাস্টিক জাতীয় জিনিসপত্র সংগ্রহ করে বিক্রি করতো। তার পরিবারও একই এলাকায় থাকে। দুপুরে সে একটি কাভার্ডভ্যানের সামনে দৌঁড়ে যাওয়ার সময় সেটার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক এবং গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে। ওই বাচ্চার পরিবার যদি মামলা বা অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন