১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে পুলিশকে মারধর করে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নিল কিশোরগ্যাং, জড়িত ২ জন আটক

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের এক এসআইকে মারধর করে স্থানীয় এক কিশোরগ্যাং গ্রুপ। এ সময় পুলিশ অফিসার নিজের পরিচয় দিয়ে সাহায্য চাইলে ‘ভুয়া পুলিশ’ বলে মব সৃষ্টি করে মোবাইল, ম্যানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে উত্তেজিত জনতা দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। তাদের কাছ থেকে ছাকু এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পুলিশের ওপর হামলাকারীরা স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন— সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)। আর হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী।

জানা যায়, ঘটনায় হামলার শিকার এসআই ইউসুফ আলী পতেঙ্গা থানায় কর্মরত আছেন। নৌ পুলিশ থেকে গত ২০ ফেব্রুয়ারি তিনি পতেঙ্গা থানায় যোগ দেন বলে জানা গেছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্য চাইলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে। পরে খবর পেয়ে সিবিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি আরো বলেন, জড়িত দুই জনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানা পুলিশ জানিয়েছেন, এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন