১৪ই মার্চ, ২০২৫

হাসনাত আব্দুল্লাহ ও খান তালাত রাফির ওপর ক্ষেপল চট্টগ্রামের স্থানীয় সমন্বয়করা

শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের স্থানীয় আন্দোলনকারী ও সমন্বয়করা কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং খান তালাত রাফির বিরুদ্ধে ক্ষেপেছে।

আজ এক সংবাদ সম্মেলেন চট্টগ্রামের স্থানীয় সমন্বয়করা জানিয়েছেন, আন্দোলনের সম্মুখ সারিরে অংশ নেওয়া, আহত এবং নারীদের অবমূল্যায়ন করা হলে হাসনাত আব্দুল্লাহকে পাত্তা দেয়া হবে না। এবং তাকে জবাব দিহি করতে হবে।

এ সময় খান তালাত রাফিকে উদ্দেশ্য করে বলা হয়, চট্টগ্রামের বীরদের মূল্যায়ন করতে না পারলে রাফি চট্টগ্রাম ছেড়ে নেত্রকোনায় চলে যাক।

সম্প্রতি চট্টগ্রামে কঠিত নতুন কমিটিতে নারী-ব্যবসায়ীদের হেনস্তা এবং স্থানীয় কিশোর গ্যাং ডট গ্যাংয়ের সদস্যদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন। তাই এ বিকৃত কমিটি গঠনে তাঁর ‘দায়’ আছে বলে মন্তব্য করেন সমন্বয়করা।

তারা বলেন, তাকে বলতে চাই— তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পার। বিশেষ করে রাফিকে বলবো, তুমি চট্টগ্রামের পথঘাট চিনতে না। এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের সঙ্গে পরামর্শ করে তোমরা বাস্তবায়ন করতে। তার মানে আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে কাদের সঙ্গে আলোচনা করে তোমরা এ রকম প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো।

‘চট্টগ্রামের স্থানীয়দের অবমূল্যায়ন করলে রাফি-হাসনাত আব্দুল্লাহ যেই হোক পাত্তা দেওয়া হবে না’ মন্তব্য করে তারা বলেন, রাফিকে সবকিছুর জবাব দিতে হবে। আর সে যদি বীর চট্টলার বীরদের সম্মান দিতে না পারে তাহলে তাঁর বাড়ি নেত্রকোনায় ফিরে যাক। চট্টগ্রামে এসে যদি কেউ চট্টগ্রামের স্থানীয়, আহত, মূল আন্দোলনকারী এবং নারীদের কাউকে অবমূল্যায়ন করে। তাহলে সে রাফি, হাসনাত আব্দুল্লাহ বা যেই হোক তাদের পাত্তা দেওয়ার সময় আমাদের নেই।

শেয়ার করুন

আরও পড়ুন