১৩ই মার্চ, ২০২৫

গাছের সঙ্গে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, ফটিকছড়ি কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্য

শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. জুবায়ের নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জুবায়ের (১৯) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ সওদাগরের ছেলে। সে ফটিকছড়ি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, আহতের হাত-পা ভেঙে যাওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

ইউপি সদস্য মো. মুছা জানান, চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন