১৩ই মার্চ, ২০২৫

আউটার স্টেডিয়ামে হচ্ছে না বিজয় মেলা

শেয়ার করুন

খেলোয়াড় এবং ক্রীড়ামোদিদের বিরোধীতায় এবার আউটার স্টেডিয়ামে হচ্ছে না বিজয় মেলা। আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবি মাঠে নিয়ে গেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামেও বিজয় মেলার আয়োজন করা হয়। তবে দেশব্যাপী একদিনের মেলা হলেও চট্টগ্রামে আগামী ১০ ডিসেম্বর থেকে সাতদিনব্যাপী বিজয় মেলা বসবে। আর সেভাবেই মেলার স্টলগুলো সাজাতে নগরের আউটার স্টেডিয়াম মাঠে লাগানো হচ্ছিল বাঁশের খুঁটি। তবে এখন আউটার স্টেডিয়াম মাঠ থেকে সরিয়ে বিজয় মেলার আয়োজন সিআরবিতে করা হবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, আউটার স্টেডিয়ামে মেলার আয়োজন স্থগিত করা হয়েছে। মেলার ভেন্যু পরিবর্তন করে সিআরবিতে করা হবে। তবে আগামী ১০ ডিসেম্বর থেকেই বিজয় মেলা বসবে।

উল্লেখ্য, আউটার স্টেডিয়াম সারা বছরই বিভিন্ন মেলাসহ ইভেন্ট আয়োজনের জন্য দখলে থাকতো। এছাড়াও, মাঠটি বিভিন্ন গাড়ির পাকিংসহ ব্যবহার হতো পরিত্যক্ত কোনো ট্রাক টার্মিনাল। সেই মাঠের প্রাণ ফিরিয়ে খেলার উপযুক্ত করতে আন্দোলন করেন বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। পরে ২০২৩ সালে আউটার স্টেডিয়াম এলাকায় দুই পাশে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শেয়ার করুন

আরও পড়ুন