১৩ই মার্চ, ২০২৫

আগরতলায় হামলা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব, কড়া প্রতিবাদের পর যা বলল প্রণয় ভার্মা

শেয়ার করুন

ভারতের আগরতলায় বাংলাদেশের কনস্যুলেটে হামলার ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত–বাংলাদেশের সম্পর্ক বহুমুখী উল্লেখ করে এই সম্পর্ককে শুধু একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না বলে মন্তব্য করেছেন

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রণয় ভার্মা বলেন, ‘আমাদের সম্পর্ক বহুমুখী এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি। একে আমরা শুধু একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না।’

ভারতের হাইকমিশনার বলেন, আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় রয়েছে। অনেক বিষয়ে একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে। পরস্পরের ওপর এই নির্ভরশীলতাকে আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব, যাতে আমাদের দুই দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন