১৪ই মার্চ, ২০২৫

চিন্ময় প্রভুকাণ্ডে পুলিশের ৩ মামলায় আসামি প্রায় দেড় হাজার

শেয়ার করুন

রাষ্ট্রদ্রোহীতার মামলায় গ্রেফতার সনাতনী ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে চট্টগ্রাম আদালত এলাকায় গতকালকের ঘটনায় তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে আরও ১৪০০ জনকে অজ্ঞাত আসামি করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) নগরের কোতোয়ালী থানা পুলিশের করা এসব মামলা করা হয়। তবে এখনো আইনজীবী হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি।

পুলিশ বলছে, এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলা করেছে এবং ৭ জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত।

এদিকে, হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও দাফন শেষে চট্টগ্রাম নগরে ফিরছেন তার পরিবার এবং সহকর্মীরা। মামলার বিষয়ে ওই আইনজীবীর পরিবার এবং সহকর্মীরা মিলে বুধবার রাতে সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, নগরের কোতোয়ালী থানার আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল এবং কোতোয়ালী মোড়— এই তিন এলাকাতে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর হয়েছে। পৃথক তিন ঘটনায় পৃথকভাবে কোতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ সন্ধ্যায় গণমাধ্যমকে জানিয়েছেন, তিন মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০/৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০/৪০০ জন এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন