৫ই ডিসেম্বর, ২০২৫

‘জেলের তালা ভাঙবো, চিন্ময় প্রভুকে আনবো’

শেয়ার করুন

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। আদেশের পরপরই এজলাসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন ভক্ত-অনুসারীরা। এখনো তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত চত্বর ত্যাগ করতে পারেনি। প্রিজনভ্যান আটকে বিক্ষোভ চলছে সনাতনীদের।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম জামিন নামঞ্জুরের এ আদেশ দেন।

সরেজমিনে বেলা ১২টার দিকে আদালত ভবনের সামনে দেখা যায়, শত শত নারী-পুরুষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহন করা প্রিজনভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। তাদের এক দফা এক দাবি—চিন্ময় কৃষ্ণের মুক্তি চান। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন