১৪ই মার্চ, ২০২৫

শর্ট সার্কিটে বোয়ালখালী ও কর্ণফুলীতে আগুনে পুড়ল ১০ দোকান-বসতঘর

শেয়ার করুন

বৈদ্যুতিক শর্ট সার্কিটে চট্টগ্রামের বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০টি দোকান ও বসতঘর। এর মধ্যে বোয়ালখালীতে ৫টি বসতঘর এবং কর্ণফুলীতে ৫টি দোকান।
উভয় ঘটনা শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা মো.সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে টিনশেড মাটির ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রক্ষা করা গেছে ১০ লাখ টাকার সম্পদ।

স্থানীয় ইউপি সদস্য মো.আব্বাস উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে বের হতে পেরেছে। ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেনি। অগ্নিদুর্গত পরিবারগুলো খোলা আকাশের নিচে শীতের এই সময়ে মানবেতর জীবনযাপন করছে।

অন্যদিকে, কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক মোড়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫টি দোকান।

কর্ণফুলী ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা অভি বড়ুয়া বলেন, আমাদের একটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ফলের দোকান, মোবাইলে সার্ভিসিংয়ের দোকান, সিএনজিচালিত গাড়ির ওয়ার্কসপ এবং দুটি কুলিং কর্ণার পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন