পটিয়াতে ভাতিজাকে গলা কেটে ভাতিজাকে হত্যা করে চাচা। অন্যদিকে, ফটিকছড়িতে আজ চাচার মাথা ফাটিয়েছে ভাতিজা। ঘটনার পর আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি আজ শনিবার (২৩ নভেম্বর) ভোরে ফজরের নামাজের পর ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত চাচার নাম মো. ইউনুস ওরফে দুদু মিয়া (৬১) এবং অভিযুক্ত ভাতিজা মো. করিম (৩৮)। মো. ইউনুস ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। আর অভিযুক্ত করিম একই এলাকার মৃত নুরুল হকের ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে বৃদ্ধ ইউনুস ওরফে দুদু মিয়া স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অভিযুক্ত করিম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে উপর্যুপরি মাথায় আঘাত করতে থাকে। এতে ওই বৃদ্ধের মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়। একপর্যায়ে বৃদ্ধার চিৎকারে লোকজন এগিয়ে আসলে করিম পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইউনুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন বলেন, ভিকটিম এবং আক্রমণকারী পরস্পর চাচা- ভাতিজা এবং একই বাড়ির বাসিন্দা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ডিউটি অফিসার ঘটনাস্থলে গেছেন। ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণে তৎপর আছি।