মোগল আমলের আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীরের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
গতকাল শুক্রবার মসজিদটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরাতন। এটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ মসজিদের মূল ভবনটি অবিকৃত রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কি না সেই বিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, মসজিদটির জন্য কুয়েত চ্যারিটি ফান্ড থেকে পাওয়া ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে। এই টাকা দিয়েই কাজ শুরু করা হবে। এর বেশি টাকা দরকার হলে সেটা ইসলামিক ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের তহবিল থেকে সংস্থানের ব্যবস্থা করা হবে। মসজিদের জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করে যেন উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির নামাজের ব্যবস্থা করা যায় সেভাবে নকশা প্রণয়ন করা হবে।
