১৫ই মার্চ, ২০২৫

ইসকনের সমালোচনা করে ফেসবুকে পোস্ট, ‘অদৃশ্য চাপে’ ইসকন মন্দিরে ফরহাদ মজহার

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

‘দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে উৎখাত করা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা কিম্বা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্যই ইসকন সাম্প্রদায়িক মারমুখী রূপ আমরা দেখেছি। হিন্দুত্ববাদের আগ্রাসী সহযোগি প্রতিষ্ঠান হিসেবে ইসকনের শক্তিশালী ভিত্তি বাংলাদেশে উৎখাত হয়ে যাওয়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারই করে দিয়ে গেছে। হুঁশিয়ার থাকুন। ইসকনের মুখোশ পরা ফ্যাসিস্ট শক্তিকে রুখে দিন।’

গত ৮ নভেম্বর ইসকনকে ভারতের এজেন্ট এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করছে বলে ফেসবুকে এই পোস্টটি দিয়েছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

আজ অনেকটা ‘অদৃশ্য চাপে’ চট্টগ্রামের হাটহাজারীর ইসকনের (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) শ্রী শ্রী পুণ্ডরীক ধাম পরিদর্শন করেছেন তিনি। আর এই পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ইসকনের মুখপাত্র আলোচিত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, চিন্ময় ব্রহ্মচারী ফরহাদ মজহারকে স্বাগত জানাচ্ছেন। দুজনকে অনেকটা হাসিখুশি দেখা গেছে।

যদিও বর্তমানে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সনাতনী সম্প্রদায়ের ৮ দাবি নিয়ে সোচ্চার। ৫ আগস্ট পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, মামলা, নির্যাতনের বিরুদ্ধে সরব রয়েছে ইসকন।
উল্লেখ্য, সর্বশেষ গত রবিবার সনাতনী সম্প্রদায়ের ৮ দফা আন্দোলনের বড় দুটি প্লাটফর্ম বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট একীভূত হয়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ এর আত্মপ্রকাশ ঘটে। এছাড়া ৮ দফার সঙ্গে আরও ৫ দফা যোগ করে মোট ১৩ দফা দাবি তোলেন।

 

এদিকে লালদীঘির সমাবেশের পরে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে চট্টগ্রামের এক বিএনপি নেতা কোতোয়ালী থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে ওই বিএনপি নেতাকে বহিষ্কার করে বিএনপি।

আরো পড়ুন : ১৩ দফা দাবি নিয়ে সনাতনীদের নতুন জোট

শেয়ার করুন

আরও পড়ুন