১৪ই মার্চ, ২০২৫

আনোয়ারায় আগুনে পুড়ে ছাই ৬ বসতঘর, যেভাবে আগুনের সূত্রপাত হলো

শেয়ার করুন

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাশাপাশি লাগানো ৬টি বসতঘর। ফলে, ওই ৬টি ঘরে বসবাসকারীরা খোলা আকাশের নিচে নেমে গেল। এখন তাদের থাকার তেমন কোনো জায়গায় নেই।

সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কৈখাইন উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- কৈখাইন গ্রামের চুন্নু মিয়ার পুত্র নুর মোহাম্মদ (৬৫), সাহেব মিয়া (৪০), মোহাম্মদ ইউনুসের পুত্র দিদার মিয়া (৩০), মহিউদ্দিন (২৮), মো. দেলোয়ার (২৫) ও কন্যা মরিয়ম বেগম (৩০)।

কৈখাইন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও সবগুলো পরিবার এখন নিঃস্ব।

আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মংসুইনু মারমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভোররাতে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার চেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

শেয়ার করুন

আরও পড়ুন