১৪ই মার্চ, ২০২৫

বাঁশখালীতে বাস-অটোরিকাশার সংঘর্ষ, প্রাণ গেল পথচারীর

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে বাস এবং বেপরোয়া অটোরিকশার সংঘর্ষের ঘটনায় অবিনাশ ধর (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাথ পাড়ার বিপিন চন্দ্র ধরের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাস নিয়ে চালক পালিয়ে গেলেও পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে।

রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শরিফ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানতে পারি বাস-অটোরিকশার সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন