চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। আশঙ্কজনক তথ্য হলো, চলতি নভেম্বরের ১৭ দিনেই মারা গেছেন ১২ জন রোগী। যা মোট মৃত্যুর ৩২ শতাংশ।
আজ রোববার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয় গত সেপ্টেম্বরে। অক্টোবরে মারা গেছেন ৯ জন। চলতি বছরের জানুয়ারিতে ২ জন, মার্চ, জুলাই ও আগস্টে মারা গেছেন একজন করে।

প্রতিষ্ঠানটির তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, ডেঙ্গুতে মোট মৃত্যুর ৫১ শতাংশই নারী। যা সংখ্যার হিসেবে ১৯ জন। এছাড়া ১৪ জন পুরুষ এবং ৪ জন শিশুর মৃত্যু হয়েছে এ বছর। ডেঙ্গুতে মারা যাওয়া বেশির ভাগই হেমোরোজিক সিনড্রোম ও ডেঙ্গু শক সিনড্রোমে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, চলতি মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। সচেতনতা বাড়াতে আমরা লিফলেট বিতরণসহ মাইকিং শুরু করেছি। এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগকে সতর্ক করার পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা প্রয়োজন বলেও জানান তিনি।