১২ই ফেব্রুয়ারি, ২০২৫

আপেলের দাম ছাড়াল নতুন আলু, কেজি ৪০০

শেয়ার করুন

বাজারে এখন আপেলের কেজি মানভেদে থেকে ২৫০ থেকে ৩৫০ টাকা। অন্যদিকে, নতুন আলুর দাম ছাড়িয়েছে ৪০০ টাকা। এতে হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা।

এবার নবান্ন উৎসবে আমেজ নেই, আছে আতঙ্ক। নবান্ন ঘিরে নতুন ফজরের বাজারে প্রাণচাঞ্চল্য বাড়লেও দাম আকাশচুম্পী।

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে বগুড়ার একাধিক বাজার ঘুরে দেখা যায়, নবান্নের চাহিদা পূরণে বাজারে প্রচুর নতুন পণ্য উঠেছে। তবে দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে চাহিদার শীর্ষে থাকা পাগড়ি জাতের নতুন আলুর দাম কেজিপ্রতি ৪০০ টাকা ছাড়িয়েছে।

ক্রেতা রুমানা আক্তার বলেন, নবান্ন উপলক্ষে দাম বাড়ানোটা প্রত্যাশিত কিন্তু ৪০০ টাকা কেজি আলু একটু বাড়াবাড়ি মনে হচ্ছে।

আরেক ক্রেতা আমির হোসেন বলেন, নবান্ন উৎসব উপলক্ষে নতুন চাল আর নতুন আলু কিনতে এসেছি। কিন্তু অন্যান্যবারের তুলনায় এবার দাম অনেক বেশি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, নবান্ন উপলক্ষে ক্রেতারা যেভাবে নতুন আলুর দিকে ঝুঁকছেন, তাতে সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। তাই দামও বেশি।

শেয়ার করুন

আরও পড়ুন