চট্টগ্রাম শহরের পাহাড়তলীতে একটি বেকারি দোকান আগুনে পুড়ে গেছে। বেকারির আগুন ছড়িয়ে পড়ে একটি গাড়ির ওয়ার্কশপ পুড়ে যায়। এতে অন্তত ১৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে থানার সরাইপাড়া তালুকদার নগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ১টা ১০মিনিটের দিকে সরাইপাড়া এলাকায় একটা বেকারিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বেকারি থেকে আগুন আশপাশে ছড়িয়ে যায়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানfন, বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বেকারি ও গাড়ির ওয়ার্কশপ পুড়ে যায়। তবে ওয়ার্কশপে কোনো গাড়ি ছিল না। আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।