১৪ই মার্চ, ২০২৫

দুর্ঘটনা নায়ক রুবেলকে বহনকারী মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, আহত ৮

শেয়ার করুন

একটি মাইক্রোবাসযোগে ঢাকা থেকে বরগুনায় যাচ্ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নাক মাসুম পারভেজ রুবেল। মাদারীপুরের সমাদ্দার এলাকায় দ্রুত গতিতে আসা একটি বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সড়কের পাশে থাকা গাছে লেগে সামনের দিকে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় রুবেলসহ অন্তত ৮ জন গুরুত্বর আহত হন।

শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে রুবেল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি না হলেও তার ছাত্র আহত সাইফুল ইসলাম কথা বলেছেন।

সাইফুল জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে আমরা বরগুনার আমতলী যাচ্ছিলাম। সমাদ্দার এলাকায় সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে খুব গতিতে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাঁচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৯ জনই আহত হয়েছি। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা চলে এসেছি। সৃষ্টিকর্তা আমাদের প্রাণে বাঁচিয়েছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে বরগুনার আমতলী যাচ্ছিলেন নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এসময় রুবেলের গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে রুবেল ও তার সফরসঙ্গী শিক্ষার্থী এবং চালকসহ ৮জন আহত হন।

মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন