পাঁচ কোটি টাকার পাঁচশতক সরকারি খাসজমি রাতের আঁধারে দখল করে টিন দিয়ে ঘিরে রেখেছিল দুর্বৃত্তরা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে সরকারি খাসজমিটি উদ্ধার করেন।
আজ রবিবার (১০ নভেম্বর) নগরীর এ কে খান মোড়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এর আগে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতকারীরা মূল্যবান জমিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে দখলে নেয়। এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া দেয়ারও খবর রয়েছে।

অভিযান শেষে অবৈধভাবে দখল করা সকল স্থাপনা অপসারণ করা হয়। পরে বিএস ১ নম্বর খতিয়ানভূক্ত সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। সাথে ছিলেন আকবরশাহ থানার পুলিশ সদস্যরা। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।