১২ই ফেব্রুয়ারি, ২০২৫

চেরাগী পাহাড়ে রাত ১০টার পর দোকান বন্ধের নির্দেশ সিএমপির

ফাইল ছবি

শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর পত্রিকা পাড়া হিসেবে পরিচিত চেরাগী পাহাড়ে অপরাধ প্রতিরোধ ও বিশৃঙ্খলা রোগে রাত ১০ টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গতকাল শনিবার (৯ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

নগর পুলিশের উপ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, চেরাগী গলিসহ চেরাগী পাহাড় মোড়ের আশপাশের এলাকায় গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকে, আড্ডা থাকে। এসবকে কেন্দ্র করে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনা ঘটছে।

অপরাধ প্রতিরোধ ও শৃঙ্খলা বিধানের অংশ হিসেবে কোতোয়ালী থানার চেরাগী পাহাড় মোড়ে রাত ১০ টার পর দোকান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় থানা থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন