চট্টগ্রাম শহরের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর ধর্মীয় সংগঠন ইস্কনের গেরুয়া পতাকা লাগানোতে রাষ্ট্রদ্রোহ মামলার পর গ্রেফতার দুই রাজেশ চৌধুরী ও হৃদয় দাশের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তারা ওই মামলার ১৮ ও ১৯ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি।
আজ রোববার (৩ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বকর সিদ্দিক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দুই যুবকের আইনজীবী শুভাশীষ শর্মা জানিয়েছেন, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা হওয়ার পর গ্রেফতার হয়েছিল তারা। আমরা জামিনের আবেদন করেছিলাম, কিন্তু আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নিয়ম অনুযায়ী আমরা আবারও জামিনের আবেদন করব।

এর আগে গত ৩০ অক্টোবর রাতে নগরের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন চান্দগাঁও মোহরা এলাকার বাসিন্দা এবং ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খান।
মামলার অন্য আসামিরা হলেনÑ অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ (৩৮), কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে (৩৮), তুষার চক্রবর্তী (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮) ও বিশ্বজিৎ গুপ্ত (৪২)।