১৪ই মার্চ, ২০২৫

নিষিদ্ধের পরও উৎপাদন

চট্টগ্রামে পলিথিন কারখানার গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিল পরিবেশ অধিদফতর

শেয়ার করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সারাদেশে পলিথিন উৎপাদন ও বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদন করায় চট্টগ্রামের একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদফতর।

আজ রোববার (৩ নভেম্বর) শহরের আকবর শাহ বিশ^কলোনী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও কর্নেল হাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে প্রায় ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ইসরাফিল বলেন, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন