ফটিকছড়ি সরকারি কলেজে অ্যাকাউন্টটিং বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ফাহিম ইভান (১৯)। গত ২৮ অক্টোবর মোটরসাইকেল যোগে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। এদিন বিকাল সাড়ে পাঁচটার সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট এলাকায় আসলে হঠাৎ দুইজন মহিলাকে রাস্তা পার হতে দেখে নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান।
মূলত ওই দুই পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত অবস্থয় পাওয়া যায় তাকে। পরে অবস্থায় তিনদিন চিকিৎসাধীন থাকার পর শিক্ষার্থী ফাহিম ইভান এর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

ফাহিম ইভান ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের খলিফা বাড়ির সৌদি প্রবাসী জানে আলমের ছেলে। তিনি ফটিকছড়ি সরকারি কলেজে একাউন্টটিং বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।