ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির নেতাকর্মীসহ শোবিজের আওয়ামীপন্থি তারকাদের অনেকেই এখন গায়েব। কেউ কেউ বিদেশে চলে গেছেন, আবার কেউ দেশের ভেতরই গোপন জায়গায় আত্মগোপনে আছেন। এর মধ্যে কারও কারও খোঁজ মিলছে।
তাদের মধ্যে একজন চিত্রনায়িকা নিপুন আক্তার। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিপুন আমেরিকায় নয়, দেশের ভেতর নিজের বাসাতেই আত্মগোপনে আছেন।
সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর নানাভাবে চেষ্টা করেছেন দেশ ছাড়তে। কিন্তু গ্রেফতার আতঙ্কে ব্যর্থ হয়েছেন। তাই প্রতিনিয়ত বিদেশের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে বোঝাতে চাইছেন তিনি বিদেশে আছেন।

নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নিপুন দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। বিভিন্ন আওয়ামী নেতার সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে। তবে মামলার ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন নিপুন।
আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত দেখা যেত নিপুনকে। আওয়ামী লীগের নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করতেন এই অভিনেত্রী। ২০০৬ সালে অভিনয়ে আসেন নিপুন। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে নায়িকার জীবন বদলে যায়। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছেন তিনি। বাগিয়ে নিয়েছেন বেশ কিছু পুরস্কারও।







