চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন তিনি ‘স্বামী’ পরিচয়ে এক যুবকের সঙ্গে ওই হোটেলে উঠেছিলেন তিনি। পুলিশের পুলিশের ধারণা, ওই তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী পরিচয়ে হোটেলে ওঠা ওই যুবকের নাম ফরহাদ। সে ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আজ রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘হোটেল গুলজার’ নামে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, এক নারীর লাশ পেয়ে আমাদের খবর দেওয়া হয়েছে। আমরা হোটেলে এসেছি মাত্র। বিস্তারিত পরে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে সবশেষ রাত ৯টার দিকে পুনরায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।