২৩শে মার্চ, ২০২৫

সরকারি পুকুরের মাছ লুট করে বহিষ্কার হলো বিএনপির সাংগঠনিক সম্পাদক

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

সরকারি পুকুরের মাছ লুট করে দল থেকে বহিষ্কার হয়েছেন এক বিএনপি নেতা। বহিষ্কার হওয়া ওই বিএনপি নেতার নাম জসিম উদ্দিন জুয়েল। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

আজ রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের করা হয়।

দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে জসিম উদ্দিন জুয়ে কে বহিষ্কার করা হয়েছে।

এ আদেশের অনুলিপি প্রেরণ করা হয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, লুটের ঘটনায় গত শনিবার রাতে ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার। সে মামলায় অভিযুক্ত বিএনপি নেতার নাম উল্লেখ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা উঠে।

শেয়ার করুন

আরও পড়ুন