চট্টগ্রাম নগরীর কসমোপলিটন আবাসিক এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে শ্বশুরবাড়ির লোকজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃতদেহ রেখে পালিয়ে গেছেন। এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।
আজ বুধবার (১৬ অক্টোবর) পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা (এসআই) খুরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে লাশটি রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ার পর মেয়েপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ চট্টগ্রাম মেডিকেলে পৌঁছায় এবং পরে কসমোপলিটন আবাসিক এলাকা ৫ নং রোডের কাশেম বিল্ডিংয়ের ৪ তলায় মৃত গৃহবধূর বাসায় যায়। সেখানে বাসা তালাবদ্ধ অবস্থায় লাশটি পাওয়া যায়। শ্বশুরবাড়ির লোকজন বাসার চাবি বিল্ডিংয়ের দারোয়ানের কাছে রেখে পালিয়ে যায়।

লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।