১৪ই মার্চ, ২০২৫

বাঁশখালীতে লরির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ ২ জন নিহত

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা

শেয়ার করুন

দুই দিক থেকে আসছিল গ্যাস বোঝাই লরি এবং সিএনজি অটোরিকশা। গাড়ি দুইটি সাধনপুর ইউপির বানীগ্রাম দমদমা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই প্রাণ হারান দুইজন এবং আহত হন আরও তিনজন।

ঘটনাটি আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজারের কালমারচড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়াপাড়া এলাকার সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া ও ওয়াসিফুর রহমান।

দুর্ঘটনায় আহতরা হলেন, মহেশখালী হুয়ানক ইউপির ইউপি সদস্য গোলাম কুদ্দুস, নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া এবং সিএনজি চালক জাবের।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে দুইদিক থেকে আসছিল একটি গ্যাস বোঝাই লরি এবং একটি সিএনজি চালিত অটোরিকশা। গাড়ি দুইটি সাধনপুর ইউপির বানীগ্রাম দমদমা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই প্রাণ হারায় দুইজন এবং আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় শিশুসহ দুইজন মারা গেছেন। তাদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের দুইজন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

শেয়ার করুন

আরও পড়ুন