১৪ই মার্চ, ২০২৫

১৭ দিনে ‌‘শ্রীলঙ্কা ক্রস কান্ট্রি হাইক’ অভিযান শেষ করেছেন এভারেস্টজয়ী বাবর আলী

অ্যাডামস পিক-এ বাবর আলী

অ্যাডামস পিক-এ বাবর আলী

শেয়ার করুন

মাত্র ১৭ দিনে শ্রীলঙ্কা ক্রস কান্ট্রি হাইক শেষ করেছেন চট্টগ্রামের সন্তান এভারেস্ট বিজয়ী ডা. বাবর আলী। তার এই পুরো অভিযানে প্রথম থেকে শেষ পর্যন্ত পায়ের সাথে পা মিলিয়েছেন জুমন নিয়াজ।

আজ রোববার (১৩ অক্টোবর) মাউন্টিয়ারিং, হাইকিং এবং ট্রেনিং প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সর্ব উত্তরের পয়েন্ট পেড্রো থেকে হাঁটা শুরু করে আজ রোববার সর্ব দক্ষিণের বিন্দু পয়েন্ট ডন্ড্রাতে পৌঁছায় বাবর আলী ও জুমন নিয়াজ। অভিযানের শুরুর অংশে কয়েকদিন হন্টনের সাথী ছিলেন সাইফুল ইসলাম। আর বাবরের লেখা অভিযানের দিনপঞ্জি নিয়মিত প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো।

শেয়ার করুন

আরও পড়ুন