বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত নাম দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আবার সেতুমন্ত্রীও ছিলেন।
গত ৫ আগস্টের আগে ও পরে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের অনেকেই বিদেশে পালিয়েছেন, আবার কেউ কেউ গ্রেফতারও হয়েছেন। কিন্তু ওবায়দুল কাদের কোথায়? এখন পর্যন্ত তার সম্পর্কে কেউ কোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারেনি।
কেউ কেউ বলছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কারো দাবি, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে। আবার কারো ধারণা, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশ ছাড়ার সুযোগ পাননি। তিনি দেশেই আছেন। সীমান্তবর্তী একটি জেলায় অবস্থান করছেন। সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে ভারতে যাবেন।

সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান নিয়ে বড় ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে। নেতাকর্মী দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।