৫ই ডিসেম্বর, ২০২৫

দুবাইয়ে ২০ মিলিয়ন দিরহাম লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন আবুল মনসুর আব্দুস সবুর নামের এক বাংলাদেশি প্রবাসী। তিনি দেশটিতে ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত আছেন। ৫০ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিক আবু ধাবিতে থাকেন। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে এই লটারির টিকিট কিনছিলেন।

আজ বৃহস্পতিবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

জানা গেছে, সব শেষ আবুল মনসুর আব্দুস সবুর ও তার কয়েকজন বন্ধু পাঁচটি টিকিট কিনেন। এর মধ্যে আব্দুস সবুরের টিকিটটি লটারি বিজয়ী হয়।

পুরস্কার জেতার পর র‌্যাফল ড্র অনুষ্ঠান থেকে আব্দুস সবুরকে ফোন দেয় লটারি কর্তৃপক্ষ। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এ সময় তিনি ভাষা হারিয়ে ফেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে, এত বড় লটারি জিতেছেন।

পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্নের জবাবে আব্দুস সবুর বলেন, এই অর্থ দিয়ে তিনি তার পরিবারকে সহায়তা করবেন। সেই সঙ্গে তার বহু দিনের স্বপ্ন নিজের একটি ব্যবসা, সেই স্বপ্ন এবার পূরণ করবেন।

শেয়ার করুন

আরও পড়ুন