চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ঝরনাগুলোর অন্যতম মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা। এখানেই সবচেয়ে বেশি পর্যটকরা ভ্রমণ করে থাকেন। আবার এই ঝরনায়ই সবচেয়ে বেশি পর্যটকের মৃত্যু হয়ে থাকে।
সর্বশেষ, গত শুক্রবার খৈয়াছড়া ঝরনায় ভ্রমণের সময় মাথায় পাথর পড়ে ওয়ান ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়।
ফলে পর্যটকদের সুরক্ষায় সংস্কার কাজের জন্য সাময়িকভাবে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বিষযটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (২৭ সেপ্টম্বর) দুপুরে খৈয়াছড়া ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। এরপর শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্কার কাজের কথা জানিয়ে ঝরনায় প্রবেশে সাময়িক বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম উত্তর বন-বিভাগ।
বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, চলমান বিরুপ আবহাওয়া এবং সংস্কার কাজের জন্য খৈয়াছড়া ঝরনায় পযর্টক ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পর্যটকদের বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্গত অন্যান্য ঝরনায় ভ্রমণের জন্য পরামর্শ প্রদান করা হল।
তিনি আরও বলেন, ঝরনায় ভ্রমণের সময় বন-বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সঙ্গে নিয়ে ভ্রমণ করার অনুরোধ রইল। সংস্কার কাজ শেষ হলে কয়েক দিনের মধ্যে খুলে দেওয়া হবে।