রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সভা রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জিগারুল ইসলাম জিগারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ নাসিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. এয়াকুব আলী মনি, বর্তমান সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, সদস্য নুরুল আবছার চৌধুরী, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার।
সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ি নতুন সদস্যপদ প্রদানের জন্য সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। এজন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ রাঙ্গুনিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন সদস্যপদ প্রদান করা হবে।








