চট্টগ্রাম নগরীর পাথরঘাটা আশরাফ আলী রোড গণেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবং জাগ্রত সনাতনী যুবসংঘের সহযোগিতায় সাবর্জনীন শ্রীশ্রী গণেশ চতুর্থী-২০২৪ উদযাপিত হয়েছে।
গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) তৃতীয়া তিথিতে সন্ধ্যাকালীন প্রতিমা আগমন ও অধিবাস হয়। পরের দিন ৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে চতুর্থী তিথিতে পূর্বাহেতে শ্রী শ্রী গণেশ দেবের পূজা শুরু হয়। এরপর বেলা ১২ টায় ভোগ নিবেদন, বিকেল ৩টায় পূজা প্রশস্তা এবং সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়।
গতকাল ৮ সেপ্টেম্বর (রোববার) প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
