এবার ফেঁসে গেল চট্টগ্রাম সিটি করপোরেশনে ঘুষকাণ্ডে ধরা খাওয়া আলোচিত সেই হিসাবরক্ষক মাসুদুল ইসলাম। তদন্ত কমিটির প্রতিবেদনে তাকে ‘গুরুত্বর অপরাধি’ হিসেবে অভিযুক্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, এরপর বিধি মোতাবেক কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১০ দিনের মধ্যে জানাতেও বলা হয়েছে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অভিযুক্ত মাসুদুল চেক ছাড়ানোর সময় ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গণমাধ্যমের সংবাদ শিরোনাম হন। এরপর গত ২৭ আগস্ট ঘুষ গ্রহণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে তিন সদষ্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কর্মদিবস তদন্ত করে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনসংযোগ কর্মকর্তার সমন্বয়ে করা তদন্ত কমিটি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দিলেও প্রমাণ হিসেবে কী খুঁজে পেয়েছেন তা জানা যায়নি। ওইদিন চসিকের নির্বাহী কর্মকর্তার কাছে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও তিনি বলেননি।

জানতে চাইলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘হসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছে।
আরও পড়ুন : অবশেষে নতুন ডিসি পেল চট্টগ্রাম