১৪ই মার্চ, ২০২৫

আমার হৃদয় ভেঙে যাচ্ছে, এক্স বার্তায় বললেন পুতুল

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে প্রাণহানির ঘটনায় এবং কঠিন এ সময়ে মায়ের পাশে থাকতে না পারায় তার অনুভূতির কথা জানিয়েছেন

sayma wazed putul

সায়মা ওয়াজেদ পুতুল

শেয়ার করুন

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে প্রাণহানির ঘটনায় এবং কঠিন এ সময়ে মায়ের পাশে থাকতে না পারায় তার অনুভূতির কথা জানিয়েছেন। বলেছেন, মাকে জড়িয়ে ধরতে পারছেন না, এজন্য তার হৃদয় ভেঙে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার এক এক্স বার্তায় এ কথা লেখেন সায়মা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক তিনি। কর্মসূত্রে তিনি ভারতের দিল্লিতে বসবাস করছেন।

এক্স বার্তায় পুতুল লেখেন, ‘আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সেই সঙ্গে এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় হৃদয় ভেঙে যাচ্ছে।’ দেশের পর বাংলাদেশের পতাকার ছবি দেন পুতুল।

পুতুল আরও জানান, তিনি এখন তার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এক্স বার্তার শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্যাগ করেন তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন