১৯শে জুন, ২০২৫

নারীকে লাথি মেরে আলোচনায় ‘শিবিরক্যাডার’ আকাশ, দেশজুড়ে নিন্দার ঝড়

শেয়ার করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’র কর্মসূচিতে ‘অ্যান্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি সংগঠনের নেতাকর্মীদের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলার সময় শিবির ক্যাডার হিসেবে পরিচিত আকাশ চৌধুরী এক যুবক ও নারীকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র নিন্দার ঝড় ওঠে।

ছাত্রজোটের নেতা ও প্রত্যক্ষদর্শীরা আকাশ চৌধুরীকে ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচয় দিয়েছেন। আগেও সহিংস কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এতোসব ঘটনার পরও তার বিরুদ্ধে কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ছাত্রফ্রন্ট নেতা রিপা মজুমদার, শ্রীকান্ত বিশ্বাস সিকু ও সুদীপ্ত গুহ।

পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি মামলা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে হামলাকারীদের সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

এদিকে, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে— আকাশ চৌধুরী বর্তমানে তাদের সংগঠনের কেউ নন, এবং শিবিরের কোনো নেতা-কর্মী এই হামলায় জড়িত ছিলেন না। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে তারা ‘ছাত্রশিবিরকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে’ বলেও বিবৃতি দিয়েছে।

জানা গেছে, আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম নেছার চৌধুরী। তিনি সাবেক ইসলামী ছাত্রশিবির কর্মী। এছাড়া নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর কর্মী বলে পরিচয় দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই সংসদ সদস্যের সঙ্গে আকাশ চৌধুরীর একাধিক ছবিও ভাইরাল হয়েছে।

ঘটনার সূত্রপাত মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের প্রতিবাদে আয়োজিত ছাত্রজোটের কর্মসূচিকে কেন্দ্র করে হয়।

শেয়ার করুন

আরও পড়ুন