১৯শে জুন, ২০২৫

ইশরাকের গাড়িবহরে হামলা, আ.লীগ নেতা গিয়াস তিনদিনের রিমান্ডে

শেয়ার করুন

বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রাম জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিন এ আদেশ দেন।

গিয়াস উদ্দিন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে তিনি মিরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

আদালত সূত্রে জানিয়েছে, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় মিরসরাই থানায় দায়ের হওয়া মামলায় গিয়াস উদ্দিনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৩ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

আরও পড়ুন