চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
আজ ২৭ মে (মঙ্গলবার) সকালে ১০ টায় বিক্ষোভ মিছিলটি ৩নং জেটি গেইট থেকে শুরু হয়ে বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহিদুল হাসান।

বক্তারা বলেন নিউমুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এতে বন্দরের কোনো কর্তৃত্ব থাকবে না। তাই অনতিবিলম্ব এনসিটি টার্মিনাল বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
এ সময় বক্তারা হুঁশিয়ারি করে বলেন, অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ সময় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দর ল্যাসিং আন ল্যাসিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইকবাল, বিএনপি নেতা নাজিম প্রমুখ।