ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার, সিএনজি অটোরিকশা ও ভটভটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মিরসরাইয়ের সচেতন নাগরিকরা।
রোববার (২৫ মে) সকালে উপজেলার পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়ক এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির শুরুতে একটি মিছিল মহাসড়ক থেকে ইউটার্ন হয়ে উপজেলা সড়কের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মহাসড়কের পাশে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন অংশগ্রহণকারীরা। মানববন্ধনের কারণে ব্যস্ততম এই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

সচেতন নাগরিকদের পক্ষে নেতৃত্ব দেন আব্দুল মান্নান। বক্তব্য দেন জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিমন, দিদারুল আলম, মোশারফ হোসেন, মো. ইউনুছ, আব্দুর রহিম শান্ত প্রমুখ।
বক্তারা বলেন, “মহাসড়কে অবৈধভাবে চলাচল করা থ্রি-হুইলার ও সিএনজি অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের গাফিলতির কারণে এসব যান চলাচল বন্ধ হচ্ছে না। এতে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে, আর পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।”
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো, এমনকি মহাসড়ক অবরোধও করতে পারি।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিষয়টি জনগুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন। ইউএনও মাহফুজা জেরিন বলেন, “মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হবে। একইসঙ্গে সাধারণ জনগণকেও এসব যানবাহন ব্যবহার না করতে সচেতন হতে হবে।”