চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৩৭)। তিনি চট্টগ্রামের মীরসরাই থানার পূর্ব দুর্গাপূর গ্রামের আবুল কাশেমের পুত্র এবং ‘এসকেএস ফাউন্ডেশন’ নামক এনজিও সংস্থার চকরিয়ার খুটাখালী ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে চাকরিরত ছিলেন।

এ ব্যাপারে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান- কর্মস্থলে যাওয়ার সময় মহাসড়কের ওই স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী এনজিও কর্মকর্তা।
ওসি মালুমঘাট হাইওয়ে থানা আরও জানান- ঘাতক বাসও ভিকটিমের মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।