১৯শে জুন, ২০২৫

দেশে তিন মাসে বেকার বেড়েছে ৬০ হাজার

শেয়ার করুন

গত তিন মাসে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ৬০ হাজার। গত বছর ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ২৬ লাখ ১০ হাজার।

আজ রোববার (১৮ মে) শ্রমশক্তি জরিপ প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে ও তার আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার।

২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার। ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।

শেয়ার করুন

আরও পড়ুন