বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী আলিফ হত্যা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দীন এ আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে উভয় মামলায় আসামি চিন্ময়কে একদিন করে মোট দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
