১৯শে জুন, ২০২৫

চট্টগ্রাম বন্দর বেসরকারি খাতে না দিতে ড. ইউনূসকে খোলা চিঠি দিয়ে চাকরি হারাল কর্মকর্তা!

শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বাড়াতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে দেশব্যাপী নানা আলোচনা-সমালোচনা চলছে। চট্টগ্রাম বন্দর বেসরকারি খাতে চলে গেলে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিসরূপ এমন আশঙ্কা থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়ে চাকরি হারিয়েছেন একজন কর্মকর্তা।

চাকরি হারানো সেই কর্মকর্তার মো. ইয়াছিন। তিনি বন্দরের যান্ত্রিক বিভাগের জোনাল ওয়ার্কসপ এবি’র সিনিয়র অপারেটর।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) এস এম হাবিবুল্লাহ্‌ আজিমের সই করা এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, গত ২৮ এপ্রিল স্থানীয় একটি পত্রিকায় নিউমুরিং কনটেইনার জেটি (এনসিটি) বেসরকারি মালিকানায় না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে একটি খোলা চিঠি প্রকাশ করেন মো. ইয়াছিন।

কর্তৃপক্ষের অভিযোগ, মো. ইয়াছিন কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন এবং ব্যক্তিগতভাবে এমন পদক্ষেপ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। মো. ইয়াছিনের এমন কর্মকাণ্ড ‘কর্মচারী শৃঙ্খলা ও আচরণ লঙ্ঘন’ করেছে; যা গুরুদণ্ডযোগ্য অপরাধ।

২৯ এপ্রিল থেকে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন