চট্টগ্রাম শহরের চান্দগাঁওয়ে পৃথক অভিযানে ৪ ছিনতাই ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোবিবার (১১ মে) বিকেলে থানার পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন—সাদ্দাম হোসেন (২৮), সুমন দাশ (৩৯), তৌহিদুল ইসলাম (২৩) এবং মো. রাকিবুল ইসলাম জয় (২৬)।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম, সুমন ও তৌহিদুলকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই ছিনতাইকারী চক্রের সদস্য—দাবি পুলিশের। আরেক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একইদিন সকাল ১১টার দিকে থানার রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।