গত ৪৬ বছর ধরে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের ব্যানারে কোনো বাধা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই চট্টগ্রামের ডিসি হিলে শহরের সবচেয়ে বড় নববর্ষের অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে। কিন্তু, এবারই প্রথম নববর্ষের অনুষ্ঠানে ভাঙচুর চালিয়েছে কিছু যুবক। এর মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আজ সোমবার ভোরে আটককৃত সেই পাঁচ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো মামলা হয়নি, তাই ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় আনা হয়েছিল। রাত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসায় জিডিমূলে জিম্মায় ছেড়ে দিয়েছি।
এদিকে, চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকালে সিআরবি এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের ডিসি হিলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের দায় জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। এ ঘটনা পূর্বপরিকল্পিত। প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতিগত অস্তিত্বের জন্য এটা এক অশনিসংকেত।