১৬ই এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৩১ অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী এবং সহযোগী গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন— আব্দুল করিম (৩৫), মো. ইমরান (৩৮), মেহেদী হোসেন শাস্ত (২১), নুর মোহাম্মদ (৩৫), মো. আব্দেুস সালাম (৩৮), মো. গিয়াস উদ্দিন (২৬), মো. মহিউদ্দিন (৩৮), মো. এমরান (১৯), মো. হেলাল উদ্দিন সাগর (৩০), মো. জাবেদ (২২), ইদু মিয়া (২১), মো. হাসান প্রকাশ এনাম (২৪), মোহাম্মদ আলী (৫৬), মো. আবুবক্কর (২৭), মো. নয়ন (২৩), মো. আজিজ (৪৫), মো. নুরুজ্জামান (৪২), মো. জাবেদ (৩৮), মোহাম্মদ হোসেন জনি (২৫), সাদ্দাম হোসেন (৩৪), মো. আব্দুল্লাহ (২২), মো. আবদুর রহিম (৪৫), মো. ইসমাইল (২৮), মো. ইমন (২৪), আব্দুল করিম (২০), নিশাদুল ইসলাম নয়ন (২২), মো. বেলাল হোসেন ফাহাদ (২৪), মো. রোকনুজ্জামান (৪২), মোহাম্মদ আব্দুল আজিজ (৫০) মো. মেহেদী হাসান রিপাত (২০) ও মো. সাইমুন (১৯)।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১২ এপ্রিল (শনিবার) দিবাগত রাত ১২টা থেকে ১৩ এপ্রিল (রবিবার) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন